শ্রীমঙ্গলে প্রথম একজন করোনা রোগী শনাক্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৫ ২০২০, ১৪:০৬

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার প্রথম একজন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গল প্রশাসনের হাতে আসার সঙ্গে সঙ্গে রোগী বাসা এবং আশপাশ এলাকা লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শ্রীমঙ্গলে শুক্রবার প্রথম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এই রোগীর নমুনা গত মঙ্গলবার (২১ এপ্রিল) সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছিল।

শুক্রবার (২৪ এপ্রিল) রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরো বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বসবাসরত বিল্ডিং ও তার আশপাশের এলাকা শুক্রবার দিনগত রাত ১টায় লকডাউন করেছি। তবে রোগী বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানান ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

জানা যায়-আক্রান্ত হওয়া রুগি শ্রীমঙ্গলের একটি বেসরকারি ব্যাংকের ক্যাশিয়ার পদে কর্মরত।