শিশুদের শিক্ষাদান পদ্ধতি নিয়ে পাঁচ বছরের শিশুশিল্পীর প্রতিবাদী গান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৬ ২০১৯, ০০:১১

আবির আবরার:

দিন যত যাচ্ছে শিশুদের ওপর বইয়ের বোঝা তত বেড়ে চলেছে। বিবেচনা করা হচ্ছে না যে, শিশুটি এতগুলো বইয়ের বোঝা সইতে পারবে কি না।

শিশুদের বিকাশের জন্য খেলাধুলা আনন্দ-বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু পড়ালেখার জন্য মা বাবা, শিক্ষক-শিক্ষিকা ও‌ প্রাইভেট টিউটরদের চাপ তাকে সেই সুযোগ দিচ্ছে কোথায়?

সারাদেশে এমনই যখন অবস্থা তখন এ নিয়ে যুক্তিপূর্ণ কথামালায় একটি আকুতি মাখা গান নিয়ে এলো সারেগামাপা একাডেমি। ৫ বছর বয়সি শিশুশিল্পী তাইফা ‘র গাওয়া গানটির শিরোনাম ১০ কেজি ওজন।

গানটি সারেগামাপা একাডেমির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গত ৪ ঠা এপ্রিল ২০১৯ তারিখে। এটি একটি মিউজিক ভিডিও। যে কারণে ধার্মিক ব্যক্তিগণ এটি নাও শুনতে পারেন। তবে গানটির কথা বাস্তবসম্মত। এখান থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। তাই আমরা গানের লিরিক নিচে উপস্থাপন করছি-

শোনেন শোনেন দেশবাসী

শোনেন ভাই ও বোন 

ব্যাগের ভেতর বই ঢুকায়া

আমার পিঠে ঝুলায় দিছে

দশ কেজি ওজন  

নাইরে উপায় নাইরে উপায়

করবো কি এখন

আমার পিঠে ঝুলায় দিছে

দশ কেজি ওজন।।

সকাল বেলা কান্দে লইয়া

কোমর বাঁকায় হাটি

মানুষ ভাবে ছাত্র বুঝি

এক্কেবারে খাঁটি 

ছোটবেলার এই বাঁকাটা

আর কি হবে সোজা  

বড় হলে কমবে কি গো

আমার পিঠের বোঝা

তাকাইতে তাকাইতে শেষে

কম দেখে নয়ন।।

ব্যাগের ভেতর দশটা বই আর

দশটা থাকে খাতা

পড়ার উপর পড়া চাপায়

কুলায় না আর মাথা 

স্কুলে চাপ স্যার ম্যাডামের

বাসাতে টিউটর  

ব্যাগের দিকে দৃষ্টি দিলেই

গায়ে আসে জ্বর

চাপ কম হলে তবেই তো ভাই

পড়তে চাইবে মন।।

বিকালবেলা খেলার সময়

খেলার জায়গা কই 

টিভি দেখার জন্য তখন

বাসায় বসে রই

সন্ধ্যা হলেই সিরিয়ালে

বসেন পরিবার 

আমার সাধের কার্টুন দেখা

তাইতো হয়না আর

ঝাড়ি দিয়ে সবাই বলে

পড়তে বস এখন।।

সবাই বলে ডাক্তার হবি

পাইলট ইঞ্জিনিয়ার

সরকারি বা বেসরকারি

টাই পরা অফিসার 

শিল্পী কবি গায়ক হওয়া

মোটেই ভালো নয়

আজব নিয়ম তাদের লেখাই

ক্লাসে পড়তে হয়  

কেউ বলে না মানুষ হবি

মানুষের মতন।। 

 

এক নজরে

গানের শিরোনাম: ১০ কেজি ওজন 

কথা ও সুর: মাসুদ রানা 

শিল্পী: নওরীন কাউসার তাইফা

ভিডিও ডাইরেক্টর: গোলাম মাওলা

ক্যামেরা ও সম্পাদনা: রবিউল ইসলাম শিল্প

রিলিজ: ০৪ এপ্রিল ২০১৯

প্রযোজনা:

সারেগামাপা একাডেমি

নিপুণ সৃজনে অনন্য ঠিকানা: ২৬১/১ উত্তর শাহজাহানপুর, ঢাকা