লোকায়িত মানব সমাজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০১৯, ১১:১৮

লোকায়িত মানব সমাজ
লেখিকা- ফারজানা ইসলাম নিশি

স্পর্শকাতর সেই দেহ
হিমাদ্রী শিখায় জাগ্রত।
কোথায় হে সমাজ?
কোথায় হে মানবতা?
দেখছো না তোমরা
জ্বলে পুড়ে ছাড়খার হচ্ছে,
আজকের স্বাধীনতা।
বীরের বলে শ্রেষ্ঠত্ব এসেছে
মানব সমাজ নাকি নিঃস্ব হয়েছে।
হে লোকায়িত মানব সমাজ
রুখে দাঁড়ানোর চেতনায় এখনো কি ভেবেছো?
অলঙ্কারের ধার ভেঙেছে
আজকের সমাজ আজকের জাতি
মুক্ত নয় কি তারা ভেবেছে?
প্রতি হিংসায় বর্বরিত প্রতিটি জাতি
ভেবেছো কি তোমরা নেতা হয়ে
শুনাবে অহংকারের মিথ্যা বাণী?
জাতি কি অবুঝ?
তোমাদের বুলেটের আওয়াজ কি শুনেনি?
তোমার পায়ের অস্থির আওয়াজ কি শুনেনি?
সব শুনেছে এই জাতি এই সমাজ।
কলঙ্কিত করেছো কেন তোমরা
এই বিশ্ব মানব সমাজ?
প্রতিশোধের অগ্নি শিখায়
জ্বলেছি আমরা প্রতিটি মানব স্বাধীনচেতনা বিধরা।
ভেবেছি আমরা অন্য চেতনায় রুখে দাঁড়াবো
হে পাষাণীরা।
সেদিন পারবে কি তোমরা মুহূর্তে পার পেতে
সমাজ জাতির কাছে?
না-না-না
পারবে না তোমরা।
তোমাদের দেহে থাকিবে কলঙ্কের চিহ্ন
জাতি দেখিবে তোমাদের নির্মম হাহাকার
আর হাসবে জাতি আলোকিত হবে সেদিন
বিশ্ব লোকায়িত মানব সমাজ।

উৎসর্গঃ মানব সমাজকে