লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে সেনাবাহিনীকে ড. কামালের আহ্বান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৩ ২০১৮, ১১:১৯

সেনাবাহিনী কোনও ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, সেনাবাহিনীকে অবশ্যই সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগের ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি এবং ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

রবিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা আশা করি সেনা মোতায়েন দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবে, যা এ পর্যন্ত অনুপস্থিত রয়েছে।”

ইউএনবি’র খবরে বলা হয়, সেনাবাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না অথবা কোনও ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে, আসন্ন জাতীয় নির্বাচনে ২৪ ডিসেম্বর থেকে ১০ দিনের জন্য সেনাবাহিনীর মোতায়েন করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর পাশাপাশি সাত লাখেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য ভোটের দিন মাঠে থাকবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর মোট ১,০১৬ টি প্লাটুন মোতায়েন করা হয়।