লন্ডন মহানগর যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৭ ২০১৯, ০২:৪২

একুশে জার্নাল ডেস্ক: গত ২৬,ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইলেন্ড রোডস্থ তসলা রেস্টুরেন্টে সন্ধ্যা ৮টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন ও যুগ্ম সম্পাদক এনাম হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র ক্বোরআন থেকে তিলাওয়াত করেন ধর্ম সম্পাদক মিসবাহুর রহমান দুলন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু।
প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি আফজাল হোসেন ও
সহসভাপতি শেখ নুরুল ইসলাম জিতু।
বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব-পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বক্তারা ভাষা শহীদদের মাগফিরাত কামনা করেন।সভায় আরো উপস্থিত ছিলেন  যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন লিটন,সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী,লিলু মিয়া তালুকদার, অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ,সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন।প্রবাসী কল্যাণ সম্পাদক দুলাল আহমদ,লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি সানা মিয়া,আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ জুয়েল,সাংগঠনিক সম্পাদক শিমুল চৌধুরী,খালেদ আহমদ শাহিন,শাহিন আহমদ, যুক্তরাজ্য সেস্বাচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমদ,
সাধারণ সম্পাদক এম ফয়ছল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান রুবেল, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আহমদ লিটন, ইষ্ট লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, নর্থ লন্ডন যুবলীগের আহবায়ক জুবায়েরুল মিটন, যুগ্ম আহবায়ক আবদুল হামিদ নাসার, লন্ডন মহানগর যুবলীগের অর্থ সম্পাদক জিলু মিয়া,প্রচার সম্পাদক আনোয়ার খান,স্বাস্হ সম্পাদক লুৎফর রহমান,আইন সম্পাদক দিলওয়ার হিরা, বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, লন্ডন মহানগর যুবলীগ এর সম্পাদক মন্ডলির সদস্য জাকারিয়া আহমদ, 
সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর যুবলীগ নেতা আলি আহমদ,সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর যুবলীগ নেতা সামছুজ জামান প্রমুখ।