র‍্যাবকে এপিবিএন-এ রূপান্তর করা হবে -বিএনপি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৮ ২০১৮, ১০:০৭

বিএনপির অঙ্গীকারে আরও বলা হয়, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে

বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) পরিবর্তন করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) রুপান্তর করার অঙ্গীকার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

এছাড়া র‍্যাবকে এপিবিতে রূপান্তর করে তা স্বরাষ্টমন্ত্রনালয়ের আওতায় পরিচালনা করা হবে।

দেশের সকল সামরিক ও বেসামরিক সংস্থা তাদের নিজ নিজ কর্তৃপক্ষ দ্বারা পরিচালনা করা হবে।

বিএনপির অঙ্গীকারে আরও বলা হয়, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ বিষয়ে পুনরায় তদন্তের উদ্যোগ নেওয়া হবে।