রোহিঙ্গাদের ফেরাতে চীনের কাছে অঙ্গীকার করেছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৮ ২০১৯, ১৭:৩৪

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার চীনের কাছে রাজনৈতিক অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী ৯-১০ জুলাই ঢাকা অনুষ্ঠেয় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মিয়ানমার রাজনৈতিক অঙ্গীকার করলেও প্রত্যাবাসন শুরুর দিনক্ষণ বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, মার্শাল দীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিল্ডা হেইন ও বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভা।

সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে ঢাকা ঘোষণা করা হবে। যা আগামী জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপস্থাপন করা হবে।