রোদ উঠেছে, ভোট দিতে আসুন: আতিকুল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০১ ২০২০, ১২:১০

চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। শনিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি একেবারেই কম।

যারা এখনো ভোট দিতে আসেননি তাদের ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে আতিকুল ইসলাম বলেন, ‘যাদের ভিটামিন ডি’র অভাব আছে তারা ভোট দিতে চলে আসুন, রোদ উঠেছে।’

শনিবার সকাল আটটার কিছু পর উত্তরা মডেল টাউনের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আতিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে হার জিত থাকবে। ফল যাই হোক মেনে নেব। যদি আমার প্রতিপক্ষ দল জয়লাভ করে তাহলে আমি তাদের সঙ্গে আমার নয় মাসের অভিজ্ঞতা শেয়ার করব।’