রেলস্টেশনে দুদকের অভিযান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ৩০ ২০১৯, ১৭:৪৮

ট্রেনের আগাম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি রোধে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্টি সূত্র জানায়, কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করতে সোয়া ১০টার দিকে সেখানে পৌঁছায় দুদকের একটি দল। অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির।

অভিযান শেষে আহসানুল কবির বলেন, ট্রেনের শীতাতাপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। তবে আমরা কোনো অনিয়ম পাইনি। যদিও অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

টিকিট বিক্রির অনিয়ম খতিয়ে দেখতে অন্য স্টেশনেও অভিযান চালানো হবে বলে দুদকের এ কর্মকর্তা জানান।

ঈদ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সোমবার। কমলাপুর রেলওয়ে স্টেশনসহ পাঁচটি স্থানে পাওয়া যাচ্ছে ঈদের আগাম টিকিট। অন্য চারটি স্থান হলো বিমানবন্দর স্টেশন, তেজগাঁও, বনানী এবং পুরনো ফুলবাড়িয়া স্টেশন।