রাঙামাটিতে স্বপ্নযাত্রীর ৩য় এজিএম সম্পন্ন কামাল সভাপতি জাহেদ মুন্না সাধারন সম্পাদক নির্বাচিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০২ ২০১৯, ১৩:৫৭

জয়বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড প্রাপ্ত মানবতাবাদী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ৩য় এজিএম গতকাল পহেলা মার্চ সকাল ১০টায় রাঙামাটির পৌরসভা হলরুমে আহবায়ক লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের লক্ষ উদ্যেশ্য, বিগত বছরের কার্যাবলী, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিগত বৎছরের বার্ষিক হিসাব উপস্থাপন করা হয়।

উক্ত প্রোগ্রামে লায়ন কামাল হোসেনকে ৩য় বারের মত সভাপতি এবং জাহেদুল আলম মুন্নাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে আগামী ১বছরের জন্য ২৭ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়।একইসাথে বিগত বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে ১৪জন স্বেচ্ছাসেবককে সদস্যপদ প্রদান করা হয়।
শপথ শেষে নবনির্বাচিত কমিটি এবং সদস্যগন স্বাধীনতার মাসের প্রথম দিনে বীরশেষ্ট মুন্সী আবদুর রউফ এর সমাধীতে পুষ্পস্তবক প্রদান, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মুনাজাত করেন।

নবনির্বাচিত কমিটি ২০১৯ইং

সভাপতি – লায়ন কামাল হোসেন
সিনিয়র সহ সভাপতি – মোঃ ফরিদ
সহ সভাপতি – ছলিম আল আনোয়ার
সহ সভাপতি- সাঈদ সেলিম
সহ সভাপতি – কাজী ঈমন
সহ সভাপতি – আবদুল কাদের বাদশা
সাধারন সম্পাদক – জাহেদুল আলম মুন্না
যুগ্ন সাধারন সম্পাদক – রিদুয়ান রিদয়
সাংগঠনিক সম্পাদক – মোঃ জামশেদ
সহ সাংগঠনিক সম্পাদক – ইমতিয়াজ রফিল
অর্থ সম্পাদক – নাইম হোসাইন
সহ অর্থ সম্পাদক – মেহেদী হাসান
প্রচার প্রকাশনা সম্পাদক- মিছবাহ উদ্দীন রিয়াদ
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ মামুন
দপ্তর সম্পাদক – জীবন মাহমুদ
সহ দপ্তর সম্পাদক – মোঃ হানিফ
ফুডব্যাংক বিষয়ক সম্পাদক – মোঃ ওমর
দুর্যোগ ও ত্রানবিষয়ক সম্পাদক -আজিজ খান
সচেতনতা বিষয়ক সম্পাদক- মোঃ হেফাজ
আইসিটি বিষয়ক সম্পাদক -আহমেদ ইসতিয়াক আজাদ
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক -রমজান আলী
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা -আয়েশা রেশমী
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -মোঃ ইকবাল
ব্লাড ও চিকিংসা বিষয়ক সম্পাদক -মোঃ রাশেদ
যোগাযোগ ও সম্পর্ক বিষয়ক সম্পাদক- আবিদ বিন হারুন
ধর্ম বিষয়ক সম্পাদক – হারুনুর রশিদ রিয়াদ
সমাজকল্যান বিষয়ক সম্পাদক – মোঃ আলাউদ্দীন

নতুন সদস্যপদ প্রাপ্তরা হলেন মোঃ জহির, জাদুরাজ নাইম, শাহেদ কামাল, মোঃ কায়ছার, মোঃ শিহাব,আবু বক্কর, মোঃ শওকত, বাবলী আকতার,মোঃ ইব্রাহীম, শ্রীধাম মল্লিক রাতুল, মইন উদ্দীন জনি, মোঃ রোমেল, রুবেল মাহমুদ এবং ওসমান আবেদী।