রংপুর সিটি নির্বাচনে জাপা প্রার্থীর জয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৮ ২০২২, ০১:৩১

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। ২২৯টি কেন্দ্রের ভোটগননা শেষে এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে টানা দ্বিতীয়বারের মতো নগরপিতা হলেন জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত এই প্রার্থী।

২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। এরপর রসিকের প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত শরফুদ্দিন আহমেদ ঝন্টু (২০১৩-২০১৭)। পরবর্তীকালে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মোস্তাফিজার রহমান মোস্তফা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালের ২১ জানুয়ারির ওই নির্বাচনের পর মঙ্গলবার আবারও মেয়র নির্বাচিত হলেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে আসা ২২৯টি কেন্দ্রের ফলাফলে এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন লাঙ্গলের প্রার্থী মোস্তফা। তবে লাঙ্গলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে ধরা হলেও এসব কেন্দ্রের ফলাফলে চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী ২২৯টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট।

মোট নয়জন মেয়রপ্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ২২৩০৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন।

এদিকে, অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মশাল প্রতীকের শফিয়ার রহমান ৫ হাজার ১৫৬ ভোট, হরিণ প্রতীকের মো. মেহেদী হাসান ২৬৭৯ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের তৌহিদুর রহমান মন্ডল ২৮৬৪ ভোট, গোলাপ ফুল প্রতীকের মো. খোরশেদ আলম ৫ হাজার ৮০৯ ভোট এবং ডাব প্রতীকের মো. আবু রায়হান পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট।

এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নগরপিতা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শেষ হয়।

এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।