যৌন হয়রানির অভিযোগে ইটিভির সাংবাদিক বুলবুল বরখাস্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৫ ২০১৯, ১১:৩৩

বদরুল বিন আফরুজ

সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ( ইটিভি ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

মঞ্জুরুল আহসান বুলবুল ২০১৫ সালে নভেম্বরে ইটিভিতে যোগদান করেন।

এর আগে বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান সম্পাদকের দায়িত্ব ছেড়ে গত ২ আগস্ট ২০১৫ সালে মঞ্জুরুল আহসান বুলবুল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। যদিও, এর আগেও তিনি এটিএন বাংলায় বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ইতিমধ্যে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দার রিমান্ডে আছেন।

এমএম সেকেন্দারের বিরুদ্ধে হাতিরঝিল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন একুশে টেলিভিশনে কর্মরত এক নারী। সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রিমান্ডে থাকা একুশে টিভির সাংবাদিক এম এম সেকান্দার ও তার মদদাতা বুলবুলের শাস্তির দাবিতে মানববন্ধনও করেছেন গণমাধ্যম কর্মীরা।