যেভাবে ভর্তি হবেন হাটহাজারী মাদরাসায়

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৭ ২০১৯, ১৫:৫৩

এশিয়াখ্যাত উম্মুল মাদারীস দারুল উলুম হাটহাজারী মাদরাসায় আগামি ১১ জুন মঙ্গলবার হতে সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও জানা যায়।

নিম্নে ভর্তিচ্ছুক নতুন ছাত্রদের নিয়মাবলি দেয়া হলো-

  • জামাতে “ইয়াযদাহুম” হতে “কানযুদ্দাকায়েক” জামাত পর্যন্ত ভর্তি পরীক্ষা মৌখিক হবে।
  • “শরহে বেকায়া” জামাত হতে “দাওরায়ে হাদীস” পর্যন্ত পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত হবে।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র বিতরণ ৭ শাওয়াল, ১৪৪০ হিজরী।
  • আবেদনপত্র জমা দান ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৯ শাওয়াল, ১৪৪০ হিজরী।
  • লিখিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ: ১২ শাওয়াল ১৪৪০ হিজরী মোতাবেক ১৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ।
  • ভর্তি পরীক্ষার তিনদিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে।
  • শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে।

বি:দ্র: জামিয়ার সাথে সংযুক্ত মাদরাসাসমূহে হতে আগত ভর্তিচ্ছুক ছাত্রদের ভর্তির কার্যক্রম পূর্বের নিয়মেই সম্পন্ন করা হবে।

লিখিত পরীক্ষার বিবরণ:

১। দাওরায়ে হাদীস (তাকমীল) জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদের পরীক্ষা “মেশকাত এবং জালালাইন” কিতাব থেকে ৬ টি প্রশ্নের যে কোন ৩ টির উত্তর দিতে হবে।

২। “মেশকাত” জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদের পরীক্ষা “হেদায়া সম্পূর্ণ (এক থেকে-চার খণ্ড) কিতাব থেকে ৫ টি প্রশ্নের যে কোন ৩ টির উত্তর দিতে হবে।

৩। “হেদায়া আখেরাইন” জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদের পরীক্ষা “হেদায়া আওয়াল, সানী, মাকামাত, নুরুল আনওয়ার কিতাবুস সুন্নাহ” কিতাব থেকে ৫ টি প্রশ্নের যে কোন ৩ টির উত্তর দিতে হবে।

৪। “হেদায়া আওয়ালাইন” জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদের পরীক্ষা “শরহে বেকায়া, মুখতাসারুল মাআনী, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ” কিতাব থেকে ৫ টি প্রশ্নের যে কোন ৩ টির উত্তর দিতে হবে।

৫। “শরহে বেকায়া” জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদের পরীক্ষা “শরহে জামী-বাহসে ইসেম, কানযুদ্দাকায়েক, উসুলে শাশী, নফহাতুল আরব” কিতাব থেকে ৫ টি প্রশ্নের যে কোন ৩ টির উত্তর দিতে হবে।