যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা নুরুল হক খাঁন স্মরণে সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০১৯, ১৬:৩১

আব্দুল হামিদ নাছার লন্ডন:
সিলেটের বালাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খাঁনের নামে একটা রাস্তার নামকরণ করে জাতির এই শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে তার যথাযোগ্য সম্মান দেওয়া উচিত।জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন তার মতো মুক্তিযোদ্ধারা। তার সম্মানে সিলেটের একটি রাস্তার নামকরণ প্রয়োজন। এতে নতুন প্রজন্মের কাছে বেঁচে থাকবেন তিনি।
এসময় বক্তাগন যুক্তরাজ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সংসদ গঠন করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল  আহমদ খাঁনের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খাঁনের স্মরণে গত সোমবার অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত দাবী জানান।

গত ১৮ই মার্চ সোমবার  যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে লন্ডনের ওয়েষ্টহামস্ত ইমপ্রেসন ভেনু হলে সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা নুরুল হক খানের  জীবন দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার মাগফিরাত কামনা করা হয়।

যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করেন মৌলানা সফিকুর রাহমান বিপ্লবী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি সামসুদ্দিন খাঁন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, সৈয়দ মোজাম্মেল আলী,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সারব আলী,আনছাৱুল হক, কাওছার আহমদ,
আওয়ামীলীগ নেতা, সৈয়দ হেলাল,আ:কাদির মুরাদ,আবু হেলাল চৌধুরী সেলিম, সায়েক আহমদ, সৈয়দ গোলাব আলী, গোলাম মস্তফা,আনোয়ারুল হক হেলাল, তৌহিদ ফিতরাত, আলা মিয়া, আজাদ চৌধুরী, নুর উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, সালেহ আহমদ, সৈয়দ হিলাল,
যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগ সহ সভাপতি আ:বাছির,স্বেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া,রুহেল আহমদ, কামরুল হাসান মুন্না,
মহিলা নেত্রী,অন্জু আরা অন্জু,হুসনা মতিন,নাজমা হোসাইন,শাহনাজ সুমি,মিতা কামরান,মাহমুদা খাঁনম মনি,হাসিনা আক্তার তুহিন, কামরুল নাহার লিনা,রুবি হক,যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি আফজল হোসেন,আকতার আহমদ রিবু,নাজমুল ইসলাম,শেখ নুরুল ইসলাম জিতু,সৈয়দ সমিউল আলম,কাজী মাসুম,জাবেদ চৌধুরী,লিলু মিয়া তালুকদার,খালেদ আহমদ জয়,মো:ফিরুজ আহমদ,মোস্তাক আহমদ ফয়েজ,সৈয়দ শামীম,সামাদুর রহমান রাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান,দেলোয়ার হোসেন লিটন,সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী,দিলাল আহমদ,অর্থ সম্পাদক আজাদুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন,
যুক্তরাজ্য যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা সাজিয়া স্নিগ্ধা,প্রবাস বিষয়ক সম্পাদক দুলাল,কবিরুল ইসলাম,লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ,সাধারণ সম্পাদক ফয়ছল হুসেন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ,হাফিজুর রহমান বাবলু,আতিকুর রহমান বজলু,বাবলু মিয়া,মুজাহিদ আলী লিটন,ওসমানীনগর থানা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জাবেদ আহমদ আম্বিয়া,সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,আলী আকবর, ইস্টলন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি নাহিদ আহমদ জায়গিরদার,বারমিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, শফিক আহমদ,সিরাজুল ইসলাম তছলু,হোসাইন আহমদ,
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,উরমি মাজহার, বুলবুল হাসান,তানভীর আহমেদ,কয়েছ আলী,পলি রহমান,আবুল সুফিয়ান, মতিয়া চৌধুরী, বাতিরুল হক সরদার,আনছার আহমদ, ছাত্রলীগ নেতা রুহুল আমিন,ফখরুল কামাল জুহেল,ফয়েজ আহমদ, ডানিয়েল আহমদ,আবু ফয়েজ,আল মামুন, প্রমুখ।