যারা মুসলিম বিরোধী মানসিকতার, তারাই এবার বিপদে -এরদোগান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৯ ২০১৮, ১২:৪০

ইস্তাম্বুলের এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, সস্তা জনপ্রিয়তা পেতে যারা এতদিন মুসলিমবিরোধী মানসিকতা ও ইসলামভীতি জাগিয়ে তুলেছেন, এবার তারা নিজেদের ফাঁদেই পড়েছেন।

তিনি আরো বলেন, নিরাপত্তা ও সামাজিক কল্যাণের যে দেয়াল এতদিন ধরে তারা লালন করে আসছে, দেশগুলোর নাগরিকরাই তাতে ঝাঁকুনি দিয়েছেন। মুসলমান কিংবা অভিবাসীরা কিছু বলেনি।

শনিবার বিক্ষোভে উত্তাল হয়েছে ইউরোপীয় তিন দেশ। সামাজিক নিরাপত্তা নিয়ে অসন্তোষ থেকেই ফ্রান্স, বেলজিয়াম ও নেদার‌ল্যান্ডসে এ বিক্ষোভ দেখা দিয়েছে।

এরদোগান বলেন, ‘হলুদ পোশাকের বিক্ষোভে ধারনাই বলে দিচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে ইউরোপীয়রা ব্যর্থ হয়েছে।

বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা ও তাদের ওপর অন্যায়ভাবে বলপ্রয়োগ-দুটোরই বিরোধিতা করছেন মুসলিম বিশ্বে জনপ্রিয় তুরস্কের এ প্রেসিডেন্ট।

শনিবার ফ্রান্সে ‘হলুদ পোশাকের’ বিক্ষোভ চলাকালে সাত শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ছুড়ছে নিরাপত্তা বাহিনী।

বেলজিয়াম ও নেদার‌ল্যান্ডসেও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে।