যাত্রাবাড়ির অবৈধ সলিড ইলেক্ট্রনিকে সিলগালা ও জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০২ ২০১৯, ২০:২৫

বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সুইচ, সকেট ইত্যাদি ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করণের অপরাধে যাত্রাবাড়ীর একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

আজ ২ জুলাই ২০১৯ বেলা আড়াইটায় ১১১/১৪ চাঁদনীমাঠ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি দল।

সেখানে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে সুইচ, সকেট ইত্যাদি ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করণের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আবুল কাশেমকে ৭৫ হাজার টাকা ও তার ছেলে মোঃ মামুনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত। সেই সাথে সিলগালা করা হয়েছে ওই প্রতিষ্ঠানকে।