মৌলভীবাজার কদুপুর পল্লী বিদ্যুতের সাবস্টেশনের চুরি হওয়া মালামাল বাহুবল থেকে উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ১২:৩৪

বাহুবল, হবিগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার কদুপুর সাব স্টেশনের চুরি হওয়া মালামাল বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি সাব স্টেশন থেকে উদ্ধার করেছে মৌলভীবাজার সদর থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি কদুপুর নির্মাণাধীন পল্লীবিদ্যুৎ -এর সাবস্টেশনের পাহারাদারকে হাত পা বেঁধে কে বা কারা ঐ স্টেশনের বৈদ্যুতিক মালামাল চুরি করে নিয়ে যায়।

পরের দিন ওই স্টেশনের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জি গ্রুপ ১৩ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দায়ের করে।

১৩/২/’১৯ মামলাটি এস অাই জাকির হোসেন ভুইয়াকে হাওলা করার পর তিনি পাহারাদারকে অাটক করে জিজ্ঞাসাবাদ করলে এনার্জি গ্রুপের দায়িত্বে থাকা রমজান অালীর নাম বলেন পাহারাদার।

পরে পুলিশ রমজান অালীকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তিতে ইঞ্জিনিয়ার রাহেলকে গ্রেফতার করে।

দুইজনের তথ্যমতে গতকাল ১১ টায় মৌলভীবাজার সদর থানার ওসি তদন্ত পরিমল দেব, এস অাই গিয়াস উদ্দিন, এস.অাই জাকির হোসেন ও বাহুবল মডেল থানার এস.অাই জহিরুল ইসলামকে সাথে নিয়ে বাহুবল উপজেলার মুগকান্দি সাবস্টেশন থেকে কয়েক লক্ষ টাকার চুরি হওয়া বৈদ্যুতিক মালামাল উদ্ধার করে।

জানা যায়, এনার্জি গ্রুুপ ৩ টি সাবস্টেশনের দায়িত্ব পেয়েছে- সুনামগঞ্জ, মৌলভীবাজার ও বাহুবল ৷ প্রত্যেক স্টেশনে নিজেরা মালামাল চুরি করে সরকারের কোটি টাকা অাত্মসাৎ করেছে।