মোহাম্মদ নাসিমের প্রয়াণে গভীর শূন্যতা সৃষ্টি হলো: শফিক চৌধুরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৪ ২০২০, ০২:৩৫

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের প্রয়াণে গভীর এক শূন্যতার সৃষ্টি হলো বলে উল্লেখ করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারাণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এক শোকবার্তায় শফিকুর রহমান বলেন, সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহযোদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে সাহসী নেতৃত্ব ও দক্ষতার সাথে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় তিনি আরো উল্লেখ করেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। তার বিদায়ে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।

শোকবার্তায় তিনি মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।