মোদিকে কটুক্তি করায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা; কারাগারে ময়মনসিংহের যুবক

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৫ ২০২০, ০২:৫৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে কারাগারে গেলেন ময়মনসিংহের এক যুবক। বুধবার (৪ মার্চ) সন্ধ্যার পর মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে পুলিশ এমদাদুল হক মিলন নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

তিনি আটানিবাজার মোড়ের মাঈশা মেডিসিন কর্নারের মালিক। তার বাড়ি উপজেলার কাশিমপুর গ্রামে। পুলিশ জানায়, মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনায় এমদাদুল হক মিলন কয়েকদিন ধরেই তার ফেসবুকে নানা ধরনের ব্যঙ্গ ও সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও নানা ব্যঙ্গ করে আসছিলেন তিনি।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এমদাদুল হক মিলনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।