মেয়ের বাড়িতে ইফতারি নামক কুসংস্কারকে না বলুন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২২ ২০১৮, ১২:৩৮

একুচে জার্নাল: মাদের সমাজে রয়েছে এমন কিছু কুসংস্কৃতি যা মেয়ের বাবাকে তিল তিল করে মৃত্যু পথযাত্রীর দিকে ঠেনে নেয়
আমরা একটি নোংরা সংস্কৃতির সমাজে বসবাস করছি,
যে সমাজে আমরা মুখে বলি যৌতুক একটি অপরাধ, কিন্তু যৌতুকের চেয়ে বেশি অর্থ অপচয় করতে হচ্ছে মেয়ের বাবাকে।বিয়ের সময় ৩/৪ লক্ষ্য টাকার ফারনিচার ১ লক্ষ্য টাকার মত রুমের আসবাব পত্র । বিয়ের খানা খরচ ২ লক্ষাধিক , বিয়ের পর মেয়ের শশুর বাড়ির চৌদ্দ গোষ্টিকে দাওয়াত খাওয়ানো সংগে ১৪ গৌষটির জন্য কাপড় দেয়া ।
যে সমাজে আমরা মুখে বলি ইফতারি প্রথা একটি কুসংস্কৃতি, কিন্তু মেয়েকে শশুরবাড়ির নির্যাতনের হাত থেকে রক্ষা করতে মেয়ের বাবা বিপুল অর্থ ব্যয় করতে হয়।
যে সমাজে মেয়ের শশুর বাড়ির লোকজনকে টিক মতো আপ্যায়ন না করালে মেয়েকে হজম করতে হয় বাহারি রকমের খিচুনি।গ্রীষ্ম ঋতুভেদে দিতে হয় গাড়ীবরি আম , কাঁঠাল , লিচু, আনানাস এক কথায় রকমারী ফসলাধী আমি আর কি বলবো কত ফলের নাম যারা দিতেছেন তাঁরাই জানেন কত রকম ফল ফ্ুরন্ট দেয়া লাগে ।এসব কু-প্রথার হাত থেকে কবে রেহাই পাবে আমাদের মত সাধারণ পরিবার গুলা ।
আমাদেরকে আল্লাহ হেদায়াত দান করুন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন। অামীন