মেননকে শাস্তির আওতায় না আনলে দেশে গন আন্দোলন গড়ে উঠবে -চরমোনাই পীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৫ ২০১৯, ১৫:৪৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সরকারের ছত্রছায়ায় নাস্তিক্যবাদী শক্তিগুলো ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ইসলাম ধ্বংসে আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে কাজ করছে। নাস্তিকরা ইসলাম, মাদরাসা ও উলামায়ে কেরামকে তাদের বিষোদগারের লক্ষবস্তুতে পরিণত করেছে। জাতীয় সংসদে বসে কওমী মাদরাসাকে বিষবৃক্ষ এবং ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র আখ্যাদানকারীদের মেননদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

মঙ্গলবার (৫ মার্চ) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী পৌর শাখা আয়োজিত ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রবীণ আলেম আল্লামা আহমদ শফিসহ আলেম সমাজকে কটাক্ষকারী রাশেদ খান মেননের বিরুদ্ধে তৌহিদী ছাত্র-জনতার দূর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।