মেখল মাদরাসায় যেভাবে ভর্তি হবেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০১৯, ১২:২২

হাবীব আনওয়ার

উপমহাদেশের তৎকালীন গ্ৰান্ড মুফতী ফয়জুল্লাহ রহ. প্ৰতিষ্ঠিত ও স্মৃতি বিজরিত বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামীয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার ভৰ্তি সংক্ৰান্ত বিজ্ঞতি প্ৰকাশিত হয়েছে।

জামিয়ার শিক্ষাপরিচালনা বিভাগ থেকে প্ৰকাশিত এ ভৰ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়ছে,আগামী ১৫জুন, শনিবার সকাল ১০ টায় এহাতায়ে মাদরাসা বিল্ডিং এর দ্বিতীয় তলার দফতর থেকে নতুন-পুরাতন সকল ছাত্ৰদের ভর্তি ফরম বিতরণ শুরু হবে।

শিক্ষাসচিব মাওলানা ওসমান ফয়জী সাক্ষরিত এ ভৰ্তি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৬ ই জুন রবিবার সকাল ১১টায় নতুন ছাত্রদের ভর্তি পরিক্ষা আরম্ভ হবে। ৮ জুন থেকে প্ৰতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পৰ্যন্ত জামাতে হেদায়ার ছাত্রদেরকে টিসি দেয়া হবে

বিজ্ঞপ্তিতে ভৰ্তিচ্ছুক ছাত্ৰদেরকে নিৰ্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত হয়ে ভৰ্তি কাৰ্যক্ৰম সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া ১২ জুন, বুধবার সকাল ১০ টায় মাদরাসার আবাসিক হলে সিট বরাদ্ধ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন মাদরাসার সিনিয়র শিক্ষক ও সহকারী আবাসিক হল সুপার মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।