মূল সংকট কেটে গেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৫ ২০২২, ১১:৩৫

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের প্রায় অর্ধেক এলাকায় বিদ্যুৎ ছিল না পাঁচ থেকে আট ঘণ্টা। তবে এরই মধ্যে বেশিরভাগ এলাকায় এসেছে বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে, মূল সংকট কেটে গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত এগারোটার দিকে ফেসবুকে স্ট্যাটাসে নসরুল হামিদ বলেন, ‘সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে। এখনও অল্প কিছু জায়গাতে বিদ্যুৎ আসেনি বা স্বল্প সময়ের জন্য এসেছিল- সেসব এলাকার গ্রাহকগণ আরেকটু ধৈর্য্য ধরুন। ধীরে ধীরে লোড বৃদ্ধি করা হচ্ছে। মূল সংকট কেটে গেছে। দ্রুতই আপনারা বিদ্যুৎ পাবেন।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দুপুর ০২টা ০৪ মিনিটে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের পর ২টা ৩৬ মিনিটে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইন চালুর মাধ্যমে ক্রমান্বয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। রাত ৯:০০ টায় সিস্টেম জেনারেশন ৮,৪৩১ মেগাওয়াটে উন্নীত করা হয় এবং সতর্কতার সাথে সেটা বাড়িয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলমান আছে।’

সর্বশেষ আপডেট তথ্যে তিনি জানান, ‘ইতোমধ্যে পূর্বাঞ্চলের বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেমন- ঘোড়াশাল, আশুগঞ্জ, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট চালু করে ধীরে ধীরে সিস্টেম স্বাভাবিক করা হচ্ছে। ঢাকায় ২৩০০ মেগাওয়াটের বিপরীতে রাত ৯ টা ৪০ মিনিটে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে ধের্য ধরার আহ্বান জানিয়েছেন নসরুল হামিদ। এছাড়া বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দফতর প্রধান, প্রকৌশলী এবং কর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেছিলেন, ‘এখন পর্যন্ত ডিপিডিসির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। তবে সব এলাকায় পুরোপুরি দিতে পারিনি এখনও। কোথাও কোথাও আংশিক বিদ্যুৎ দিতে পেরেছি।’

এই কর্মকর্তা বলেন, ‘আমাদের বিদ্যুৎ প্রয়োজন ১৪০০ মেগাওয়াট, এখন বিদ্যুৎ পাচ্ছি ৯০০ মেগাওয়াট।’

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করেছে। পিজিসিবির নির্বাহী পরিচালক (পি অ্যান্ড ই) মো. ইয়াকুব ইলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী শুক্রবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।