মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৪ ২০১৯, ২৩:৪৪

 

মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুর ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক ও শাখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শ্রেষ্ঠ ধর্ম ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ রমজানুল মোবারকের রোজা৷ এই রমজানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷

তিনি বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি উদযাপন, শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ,খুশী উদযাপনে কোন প্রকার বাধা নেই৷ তবে ইসলাম বিরোধী কর্মকান্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হারাম৷

আল্লামা বাবুনগরী বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷ রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷

আল্লামা বাবুনগরী বলেন, আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি, কেনাকাটা করছি। কিন্তু এই আনন্দময় ঈদের সন্ধিক্ষণেও সামান্যতম শান্তিতে নেই ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, আফগান, ইরাক, কাশ্মীর ও আরাকানের মুসলমানরা। পবিত্র রমজানেও তাদের ওপর ইহুদী-খ্রিষ্টান চক্রের বর্বর হানাদারেরা হামলা চালিয়ে চলছে।

আমাদের সেইসব কোটি কোটি মুসলমান ভাই-বোনদের জন্য ঈদ আনন্দ আনে না, এমনকি দুমুঠো খাবারও জোটে না তাদের ভাগ্যে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তের এই শুভ সন্ধিক্ষণে আমি সকল মুসলমানদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের মজলুম ভাই-বোনদের নিয়েও ভাবি। আমাদের সাধ্যের মধ্যে থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যাদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদের এই মসিবত থেকে পরিত্রাণ দেন।

বাংলাদেশে অবস্থানরত মজলুম রোহিঙ্গা মুসলমানদের বিষয় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে আল্লামা বাবুনগরী বলেন, মজলুম রোহিঙ্গা ভাই-বোনরা আমাদের মেহমান, তাদের মেহমানদারী করা, তাদেরকে সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করা আমাদের কর্তব্য। তাই আসুন আমরা আমাদের মজলুম রোহিঙ্গা ভাই-বোনদের ভুলে না গিয়ে তাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই।

আমার পক্ষ থেকে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা৷ সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷