‘মুসলমান হামলা করলে সন্ত্রাস আর শ্বেতাঙ্গ করলে গণহত্যা!’ -ফারুকী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৬ ২০১৯, ১৩:০০

যখন কোনো খ্রিস্টান উগ্রবাদী শ্বেতাঙ্গ মসজিদে হামলা চালায় এবং মানুষ হত্যা করে তখন এটি পশ্চিমা গণমাধ্যম বলছে ‘গণহত্যা’।

আর যখন একজন মুসলিম আক্রমণ করে এবং মানুষ হত্যা করে সেটিকে তারা আখ্যা দেয় ‘সন্ত্রাসবাদ’ হিসেবে।

প্রিয় পশ্চিমা গণমাধ্যম,
আপনারা কখন দুটোকেই সন্ত্রাসী হামলা বলে ডাকতে শুরু করবেন? আপনারা কখনো ভেবে দেখেছেন আপনাদের ব্যবসা বিশ্বব্যাপী ঘৃণাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
বিশেষ দ্রষ্টব্য: এটা দেখে ভালো লাগছে কয়েক ঘণ্টা পর হলেও কিছু পশ্চিমা সংবাদমাধ্যম ও পশ্চিমা বিশ্বের কয়েকজন রাজনৈতিক নেতা এটিকে সন্ত্রাসী হামলা বলা শুরু করেছেন। কখনই না বলার চেয়েও দেরিতে বলা ভালো! অন্যদেরও এটা অনুসরণ করা উচিত।

(ফেসবুক থেকে সংগৃহীত)