মুফতি আব্দুর রহমানের ধারাবাহিক তাফসিরুল কুরআন ও দারসে ইফতা সমাপনী অনুষ্ঠান

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৬ ২০১৯, ২১:৩৩

একুশে জার্নাল ডেস্ক: লন্ডনে উলামা মাশায়েখ ও তাওহিদী জনতার স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে মেনর পার্ক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান দাঃ বাঃ এর ধারাবাহিক তাফসিরুল কুরআন ও দারসে ইফতা সমাপনী উপলক্ষে বিশেষ তাফসির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৪ আগস্ট শনিবার। মেনর পার্ক শাহজালাল মসজিদে অনাবিল আধ্যাত্মিক প্রশান্তির আমেজে পরিপূর্ণ এ মাহাত্ব্যেভরা দোয়া মাহফিলে বাংলাদেশ ও ব্রিটেনের বিশিষ্ট উলামা মাশায়েখ সহ কোরআন প্রেমী মুসলমানদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়।
জনাকীর্ণ এ বিশেষ তাফসির ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেনর পার্ক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা শায়খ আসগর হুসাইন, মাওলানা তহুর উদ্দিন, মাওলানা শায়খ তরিকুল্লাহ, মুফতি আব্দুল হান্নান,মাওলানা জমসেদ আলী, শায়খুল হাদীস হাফিজ মাহমুদ হুসাইন, মুফতি মুরতাজা হুসাইন চৌধুরী,মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম অলীপুরী, মাওলানা নাজমুদ্দীন কাসেমী, মাওলানা শায়খ ফয়জুল হক আব্দুল আজিজ । মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মুফতি সালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরনীয় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মুফতি আব্দুল মালিক, মাওলানা সৈয়দ মুশাররফ আলী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি আব্দুল মুনতাকিম, মুফতি মাওসুফ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, খতিব মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন,মাওলানা সালেহ আহমদ হামিদী,মাওলানা সৈয়দ তামিম আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,
মাওলানা আব্দুল কাইয়োম মাদানী,মুফতি মাহমুদ সানী,হাফিজ মাওলানা এনামুল হক,হাফিজ মাওলানা আব্দুর রশিদ নুমান, উস্তাদ আব্দুল হাদী,হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আব্দুল আওয়াল,মাওলানা নাজিম উদ্দিন,মাওলানা শামসুল হক ছাতকী, মাওলানা এনাম উদ্দিন,
হাফিজ মাওলানা খালিদ, হাফিজ মাওলানা সিরাজুল হক, হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা হুসাইন আহমদ,হাফিজ মাওলানা আব্দুস সামাদ, হাফিজ মাওলানা নাবীল, হাফিজ মাওলানা শামছুল ইসলাম, মাওলানা শাহনুর আহমদ,মুফতি মুতাহির সিদ্দিকী, মাওলানা আমিরুল ইসলাম,
হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা আনওয়ার, হাফিজ আব্দুল আওয়াল,হাফিজ মাওলানা সাইফুর রহমান, হাফিজ মাওলানা নাজমুল হক, মাওলানা আবুল কালাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং মেনর পার্ক শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য মেনর পার্ক শাহজালাল মসজিদে শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান এর সার্বিক তত্বাবধানে দারুল ইফতা লন্ডনের অধীনে দারসে ইফতা কোর্স যারা সম্পন্ন করেছেন যথাত্রুমেঃ হাফিজ মাওলানা সিরাজুল হক, মাওলানা সৈয়দ নাঈম আহমদ,হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, হাফিজ মাওলানা মুশতাক আহমদ, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা রুম্মান আহমদ।
দারসে ইফতা কোর্সে যারা পার্ট টাইম অংশগ্রহণ করেছেন যথাত্রুমেঃ হাফিজ মাওলানা সামিম আহমদ,হাফিজ মাওলানা কাওসার আহমদ,মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ,হাফিজ মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, হাফিজ মাওলানা নিজামুল হক, মাওলানা মাহফুজ হাসান, মাওলানা মুফাসসির হাসান ।

বিষেশ তাফসির ও দোয়া মাহফিলে আলোচক গন বলেন, আজমতে কোরআনকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনী শিক্ষার আলো সর্বত্র নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দির্ঘ ১২ বৎসরের ধারাবাহিক তাফসিরুল কুরআন ও দারসে ইফতার মাধ্যমে মুফতি আব্দুর রহমান যে অসাধারণ খেদমত আন্জাম দিয়েছেন তা অবশ্যই প্রসংসনিয়।মহান রাব্বে কারীম যেন তাঁর এ খেদমাত এর মাধ্যমে দ্বীনের আলো কে সর্বত্র আরো প্রজ্বলিত করেন।

সভাপতির বক্তব্যে শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান দোয়া মাহফিলে অংশগ্রহণ কারী উলামা মাশায়েখ ও তাওহিদী জনতা এবং সকল সহযোগিতাকারী ভাইবোনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।