মুফতি আবুল কালাম জাকারিয়ার (রঃ) ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দের গভীর শোক

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১২ ২০১৯, ১৩:৫৪

একুশে জার্নাল ডেস্ক: জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রঃ) সিলেটের সম্মানিত মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া গতকাল ১১ মার্চ সোমবার ইন্তিকাল করেছেন। তাঁর জানাজা সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে লাখো মুসল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
হযরতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আওলাদ হুসেন জগদলী, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, হাফিজ মাওলানা আব্দুল হক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, মাওলানা আখতারুজ্জামান, হাফীজ জিয়াউদ্দীন, হাফিজ ফখর উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা ইলিয়াস, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া প্রমুখ

শোক বার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন মুফতি আবুল কালাম জাকারিয়া (রঃ) ছিলেন আকাবির আসলাফের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের বিদগ্ধ আলেম এবং ফেকাহবিদ। ইসলামের বহুবিদ খিদমাতে তার অবদান অনস্বীকার্য যা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ স্বরণ করবে।
নেতৃবৃন্দ বলেন মুফতি আবুল কালাম জাকারিয়া ছিলেন ইলিম ও আমলের মূর্ত প্রতীক, পূর্বসূরী আকাবিরদের সঠিক ধারক ও বাহক, উলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা’র সফল অভিভাবক এবং মহান মুফতি, মুহাদ্দিস এবং মুহতামিম হিসেবে যে ঐতিহাসিক খেদমত আঞ্জাম দিয়েছেন তা কোন দিন ভূলে যাওয়া সম্ভব নয়। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার এবং শোকাহত জনতার প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহপাক যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তার দেখানো পথে আমাদেরকে জীবন গঠন করার তাওফিক দান করেন।