মুন্সিগঞ্জে টানা বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশংকা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০১ ২০১৯, ১২:৪৭

একুশে জার্নাল ডেস্ক:: তিন দিনের লাগাতার বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে মুন্সীগঞ্জ জেলার আলু চাষীরা। গত কয়েক বছরের লোকসানের পর এ বছর আলুর আবাদ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় বেশি ফলনের স্বপ্ন দেখতে শুরু করেছিলো কৃষকরা।

তবে আলু উত্তোলনের সপ্তাহখানেক পূর্বেই টানা এ বৃষ্টি তাদের স্বপ্ন পূরণে দুঃস্বপ্ন দেখা দেয়, আলু চাষীদের চোখেমুখে নেমে এসেছে হতাশার ছাপ। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার মিরকাদিম ও টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া, হাসাইল, আব্দুল্লাপুরসহ কয়েকটি স্থানে ঘুরে দেখা যায় টানা বৃষ্টিতে অধিকাংশ আলুর জমিতে পানি জমে আছে।

এর মধ্যে নিচু জমিগুলোর অবস্থা বেশি নাজুক। এসব জমির কিছু অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শুধু সদর ও টঙ্গীবাড়ী নয়, জেলার ৬টি উপজেলার আলু ক্ষেতের এখন একই অবস্থা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর জানায়, এ পর্যন্ত বৃষ্টিতে আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা কম, তবে বৃষ্টি আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।