মুক্তস্বরের ৩১১তম সাহিত্য আসর অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৭ ২০১৮, ১৭:১২

একুশে জার্নাল সিলেট:
সিলেটের মননশীল তরুণদের সংগঠন মুক্তস্বরের ৩১১ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ এপ্রিল শুক্রবার নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আসরটি অনুষ্ঠিত হয়।

আসরে নির্ধারিত আলোচ্যবিষয় কমিউনজ ও রুশ সাহিত্যের উপর বক্তব্য রাখেন মুক্তস্বরের সহসভাপতি প্রাবন্ধিক সাদিকুর রাহমান ও গল্পকার বাশিরুল আমিন।
বক্তারা বলেন, রুশ সাহিত্য বিশ^সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।

বক্তারা খ্যাতিমান রুশ লেখক ইভান তুর্গেভেনেব, নিকোলাই গোগল, আইজাক বাবেল ও মাক্সিম গোর্গি প্রমুখের নাম উল্লেখ করে বলেন, পৃথিবীর আধুনিক কথাসাহিত্যে রুশ কথাসাহিত্যিক দস্তইয়েভস্কির প্রভাব বিশাল। এখন বিশ্বের বিভিন্ন দেশে যারা কথাসাহিত্য চর্চা করেন তাদের অধিকাংশই দস্তইয়েভস্কির এই ঋণ স্বীকার করেছেন তাঁদের লেখায়। আমাদের শিল্প-সাহিত্য ও চিন্তার সমৃদ্ধির জন্যে রুশ সাহিত্যসহ পুরো বিশ্বসাহিত্যকে গভীরভাবে পাঠ করতে হবে।

মুক্তস্বর সাহিত্য সম্পাদক নাওয়াজ মারজানের সভাপতিত্বে আসরে লেখাপাঠে অংশ নেন সৈয়দ মুক্তদা হামিদ, বদরুদ্দীন রব্বানী, হাবিব আশফাক, সিরাজ-ই-মুহাম্মদ ও শেখ বিলাল আহমদ।
পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার সেলিম আউয়াল ও সাংবাদিক ফায়যুর রাহমান। আসর সঞ্চালনা করেন হুসাইন মুহাম্মদ ফাহিম। সঙ্গীত পরিবেশন করেন মাসুম বিল্লাহ।