মাহে রমজান উপলক্ষে দাবানল’র আবৃত্তি ও উপস্থাপনা কোর্স

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৪ ২০১৮, ১৬:২২

প্রেস বিজ্ঞপ্তি:
বর্তমান সময়ে স্মার্ট ও চ্যালেঞ্জিং পেশা আবৃত্তি ও উপস্থাপনা। তবে এই পেষায় ক্যারিয়ার গড়া সবার দ্বারা সম্ভব নয়। কেবল ক্রিয়েটিভ চিন্তাশীলরাই এই ধরণের পেষায় যুক্ত হতে পারেন।

আবৃত্তি ও উপস্থাপনার ক্ষেত্রে প্রমিত উচ্চারণ সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। এমনকি ভাল আবৃত্তি, গান ও অভিনয় করতেও প্রমিত উচ্চারণের প্রয়োজন। এই প্রমিত বাংলা শেখার উত্তম জায়গা হল ঢাকা কেন্দ্রিক আবৃত্তির সংগঠনগুলো।

বছরের প্রায় সব সময়ই এখন কোন না কোন সংগঠনের ভর্তি কার্যক্রম চলে। এছাড়া, বিভিন্ন বিখ্যাত আবৃত্তি শিল্পীরাও প্রশিক্ষণ দিয়ে থাকেন।

আবৃত্তিশিল্পী ও উপস্থাপক মোস্তাফিজুর রহমান-এর পরিচালনায়, প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি ও উপস্থাপনার এমনই এক কোর্সের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘দাবানল শিল্পিগোষ্ঠী’। আগামী ১ লা রমযান, ১৭ মে থেকে শুরু কর্মশালা চলবে সপ্তাহে তিন, মোট পনেরো দিন পর্যন্ত।

ক্লাস শুরু :১লা রমজান, ১৭ মে ২০১৮
ক্লাসের সময় : প্রতি বৃহ, শুক্র ও শনিবার সকাল ১০টা
স্থান :‘দাবানল শিল্পিগোষ্ঠী’ কেন্দ্রীয় অফিস : ১৬ বিজয়নগর (৪র্থ তলা) ঢাকা।