মাধবপুরে মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের মানবেতর জীবনযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৫ ২০২০, ১৬:১২

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: করোনার সংক্রমন রোধে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় মাধবপুর উপজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অধিনে এবং পরিবহনের সাথে সম্পৃক্ত শ্রমিকগণ মানবেতর জীবনযাপনে হাঁপিয়ে উঠেছে। দিন আনা দিন খাওয়া এ পরিবারগুলো যানবাহনের চাকা ঘুরলেই তাদের পরিবারের অন্ন জোটে প্রতিনিয়ত।

দেশে কেভিড-১৯ করোনা প্রতিরোধে গণপরিবহন বন্ধ ঘোষণা এবং কার্যকর হওয়ায় এই শ্রমিকদের অধিকাংশ মানবেতর জীবনযাপন করলেও এপর্যন্ত সহায়তায় প্রদান করা হয়নি।

শনিবার ২৫ এপ্রিল মাধবপুর মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন উপজেলাজুরে একটি শক্তিশালী সংগঠন ( রেজি নং ১৪৪০) যার প্রধান কার্য্যালয় মাধবপুরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৩০০ জন সদস্য নয় তবে সম্পৃক্ত শ্রমিক সংখ্যা প্রায় ৫শত থেক ৫৫০।

মাধবপুর মাইক্রোবাস সমিতির সম্পাদক রোমান মিয়া জানান, শ্রমিকের এ বিরাট অংশ পরিবহন বন্ধ থাকায় আজ অভূক্ত থাকছে এর সংখ্যা প্রায় ৩০০ সদস্য সহ খেটে খাওয়া এ শ্রমিকদের বরাদ্দের জন্য আমাদের সভাপতি এবং সকলের মতে উপজেলা প্রশাসন বরাবর আমরা আবেদন করতে যাচ্ছি। করোনা প্রভাব শুরু হওয়া পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদের এখনো কোন সহযোগিতা করা হয়নি।আমরা আশা করি বাংলাদেশ সরকার শ্রমিকদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে।

মাধবপুর মাইক্রোবাস সমিতির সাবেক সম্পাদক মোহন মিয়া জানান, বর্তমানে জরুরী অবস্থায় দেশজুরে গণপরিবহন চলাচল বন্ধ এমন পরিস্থিতিতে বসেই দিন কাটাচ্ছি।

সরকারী নির্দেশে ও দেশের প্রয়োজনে “দিন আনা দিন খাওয়া” শ্রমিকগণ কর্মহীন হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিরাট এ শ্রমিকগণ আজ খাদ্য সামগ্রী সহায়তার আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিরঅপেক্ষায়।