মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ০১:২৭

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর বাজারে করোনা ভাইরাসের অজুহাতে কিছু অসুধা ব্যবসায়ী দ্রব্য মূল্য হঠাৎ করে বাড়িয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর পৌর সদরে ব্যস্ততম বাজারের দোকানে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজারে বিশেষ করে পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজের দাম ও এক কাপড় ব্যবসায়ী মাস্ক বেশি দামে বিক্রি করার অপরাধে ৫টি দোকান মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালানো হয়।