মাদ্রাসা-ই- দারুল জান্নাতের বার্ষিক প্রতিযোগিতা ‘১৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৮ ২০১৮, ১৭:৩৩

ইকরামুল মারজান চৌধুরীঃ মাদ্রাসা-ই-দারুল জান্নাত কর্তৃত আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা-১৮ এর চূড়ান্ত পর্বের বাছাই প্রক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব হযরত মাওঃ ক্বারী লোকমান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তাক্বওয়া এজেন্সির পরিচালক মাওলানা মুরসালিন দা. বা.।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদরাসা- ই -দারুল জান্নাতের মহাপরিচালক আল্লামা আবু ইউসুফ দাঃবাঃ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতী নুর আলম,
জনাব মুহা. কামরুজ্জামান, (একান্ত সচিব যুব ক্রীড়া উপমন্ত্রী)
এ.এস আই. জনাব আরিফুর রহমান প্রমুখ।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওঃ আনিছুর রহমান ও হাফেজ মুহা. আকরাম হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় ছিল কুরআনুল কারীমের হদর তেলাওয়াত, ক্বিরাত, হামদ-নাত, সাধারণ জ্ঞান, বাংলা বক্তৃতা, আরবী বক্তৃতা ও নুরানী বিভাগের প্রদর্শনী।

প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত 3 জন করে মোট
23 জন কে যোগপোযোগী শিক্ষাসামগ্রীসহ আকর্ষনীয় পুরুস্কার প্রদান করা হয়।