মাওলানা শেখ আহমদের বয়ানের মাধ্যমে হাটহাজারীতে ইসলাহি ইজতেমা শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০১৯, ২০:০৫

হাবিব আনোয়ার, হাটহাজারী প্রতিনিধি: আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এর ইজাযতপ্রাপ্ত সকল খলিফাদের নিয়ে ইসলাহী ইজতিমা আজ ৯ নভেম্বর বাদ আসর হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ এর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে।

বাদ আসর মাওলানা আনাস মাদানী এর সঞ্চালনায় হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে এ ইজতিমা শুরু হয়।

সারা দেশ থেকে আগত আল্লামা শাহ আহমদ শফী থে‌কে ইজাযতপ্রাপ্ত প্রায় দু’ হাজার খলিফাসহ অন্যান্য মেহমানদের উপস্থিতিতে সাত তলা বিশিষ্ট বিশাল মসজিদ কানায় কানায় ভরপুর।

জানা যায়, আজ রাত দশটা পর্যন্ত আত্মশুদ্ধিমূলক বয়ান চলবে। আগামীকাল ১০ নভেম্বর বাদ ফজর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এর আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে এ ইসলাহি ইজতিমা শেষ হবে।