মাওলানা মামুনুল হক আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৭ ২০১৮, ১২:০৪

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক আটক হয়েছেন।

আজ বিকেল ৫টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত মাদরাসায়ে তারবিয়াতুল উম্মাহ থেকে বের হওয়ার মুখে সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনীর দুই সদস্য তাকে আটক করেন। আটকের পর মাওলানা মামুনুল হককে তার গাড়িসহ বসিলার র‌্যাব-২-এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুবমজলিসের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাদরাসায়ে তারবিয়াতুল উম্মাহ থেকে বের হয়ে মাওলানা মামুনুল হক হোটেল লাবনীর মোড়ে এলে তাকে তার গাড়িসহ আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনীর দুই সদস্য।

তিনি আরও জানান, এই সময় তার গাড়িতে থাকা এক পরিচিতজনকে নামিয়ে দেয়া হয় এবং ড্রাইভারকে বলা হয়, তাদের নির্দেশনা মান্য করতে।

পরবর্তীতে তার ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় তাদেরকে বসিলায় অবস্থিত র‌্যাব-২-এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী মাওলানা মামুনুল হক র‌্যাব-২-তেই আছেন এবং বাইরে তার অনুসারী ও পরিবারের সদস্যরা ক্যাম্পের বাইরে অপেক্ষা করছেন।