মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ০৫:৩০

একুশে জার্নাল ডেস্ক:
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত। ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পরে নির্বাচন ব্যবস্থার প্রতি দেশবাসী আস্থা হারিয়ে ফেলেছ। এখন উপজেলা নির্বাচনে খিচুরি খাইয়েও ভোটারদের ভোট কেন্দ্রে নেয়া যাচ্ছে না। দেশবাসী জনবিচ্ছিন্ন সরকার ও ব্যর্থ নির্বাচন কমিশনকে প্রত্যাক্ষাণ করেছে।
আজ দেশে মানুষের জান-মালের ন্যূনতম নিরাপত্ত নেই। ভূলুন্ঠিত রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং লাখো শহীদের রক্তের বিণিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে , বৈষম্যহীন শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল ২৫ মার্চ ২০১৯, সোমবার বিকাল সাড়ে ৪টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হুমাযুন কবির আজাদ, মল্লিক মুহাম্মদ কিতাব আলী, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, হাজী হারুনুর রশীদ, মাওলানা মাহমুদুল হাসান, মনির হোসনে আকঞ্জি, কবি খালেদ সানোয়ার প্রমুখ।

সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্যে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।