মহানবী সা.-কে অবমাননা; ভারতীয় সব শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেয়ার ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২২, ২২:০৮

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের কোম্পানি থেকে ভারতীয় সকল শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের ব্যবসায়ী শেখ আলী আল-জামাল।

রবিবার (৫ জুন) নিজের টুইটার একাউন্টে এ তথ্য জানান শেখ আলী আল-জামাল।

টুইট বার্তায় আলী আল-জামাল লিখেন ‘আমি আমার সব অমুসলিম ভারতীয় (হি-ন্দু ) শ্রমিকদের বরখাস্ত করেছি এবং তাদের সমস্ত বকেয়া-অধিকার রিটার্ন টিকিটের সঙ্গে তাদের কাছে হস্তান্তর করেছি। আর আমি অনতিবিলম্বে ভারতে তৈরি সব পণ্যের লেনদেন ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব। কারণ, এটি সবচেয়ে দুর্বল আবেগ; আমার বিশ্বাস ও ভালোবাসা কেবলমাত্র আমার নবীর প্রতি…!’

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নবীন কুমার। এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।