মসজিদে হামলার প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে মুসলমানদের বিক্ষোভ ১০ নভেম্বর

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০১৯, ০২:২৭

আমীন উদ্দিন সুলতান, ফ্রান্স থেকে:

ফ্রান্সে মসজিদে হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে ফ্রান্সের মুসলমানরা। আগামী ১০ নভেম্বর প্যারিসে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ফরাসি মুসলিমদের প্রতিনিধি Madjid Messaoudene এর নেতৃত্বে এই বিশাল বিক্ষোভে অংশ নিবেন ফ্রান্সের রাজনৈতিক দল La France Insoumise এর নেতা Jean-Luc Mélenchon।

মসজিদে হামলা ও চরমপন্থী খ্রিস্টানদের ইসলামভীতি সৃষ্টি এবং ফ্রান্স পার্লামেন্টে মুসলিম নারীদের ইসলামী পর্দা নিষিদ্ধের আইন পাশের প্রতিবাদকে সামনে রেখে ফ্রান্সের মুসলমানরা গণস্বাক্ষর কর্মসূচী গ্রহণ করেছে, এতে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবীর প্রতি সন্মান জানিয়ে গণস্বাক্ষর করেছের ফ্রান্সের অনেক নেতা ও জনপ্রতিনিধি।

তাদের মধ্যে রয়েছেন Benoît Hamon. Philippe Martinez; Assa Traore, Adama Traoré; Jerome Rodriguez।

এছাড়াও রয়েছেন ফ্রান্সের বিখ্যাত সাংবাদিক Rokhaya Diallo, Aïda Touihri Edwy Plenel; এবং Yassine Belattar। তারা সবাই ১০ তারিখের বিক্ষোভকে সমর্থন করেছেন এবং অনেকে সমাবেশে অংশও নিবেন বলে জানিয়েছেন।

ফ্রান্সের সকল মুসলমাদের এই বিক্ষোভে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের মুসলিম সংঘসংগঠনগুলো।