ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ১০:২৭

জ্যাকেটে নৌকা প্রার্থীর ব্যাজ

নাটোরে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হোসেন আলীর (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার সমসখলসী ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী সমসখলসী গ্রামের ওয়ায়েস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত হোসেন আলীর স্ত্রী ইয়ার জান বলেন, তার স্বামী হোসেন আলীর সঙ্গে ভাতিজা রতন আলীর পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না, তবে চাচা আওয়ামী লীগ সমর্থক হলেও ভাতিজা রতন ছিল বিএনপির সমর্থক। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সকালে চাচা হোসেন আলী ভোট কেন্দ্র থেকে বাড়ির ফেরার পথে ভাতিজা রতন আলী হঠাৎ করেই তার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এতে হোসেন আলী মারাত্মক আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।