ভোটকেন্দ্রের ভেতরের ভিডিও করা যাবে না, সাংবাদিকদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৯ ২০১৮, ১১:২৭

একুশে জার্নালঃ সিলেট সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আলিমুদ্দিন আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভোটের দিন কেন্দ্রের ভিতরের ভিডিও ধারন করতে নিষেধ করেন।শুধুমাত্র ছবি নিতে পারবেন বলে নির্দেশনা দেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন যে,কেউ যদি ব্যালট পেপারে একাই অঅবৈধভাবে ভোট দিতে থাকে সেক্ষেত্রে কি করা হবে?তিনি আবারো বলেন যেযে ছবি তুলবেন,ভিডিও করা যাবেনা। পরে সাংবাদিকরা তাকে ইলেকশন কমিশনের নির্দেশনা পড়ে শোনাতে বলেন;যেখানে স্পষ্টভাবে লিখা আছে যে,সাংবাদিকরা অনৈতিক কাজের ছবি ও ভিডিও ধারন করতে পারবেন।