ভূজপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক গুরুতর আহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০১৮, ১৩:৫৮

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় হেলাল উদ্দীন (২৮) নমে এক শিক্ষক গুরুতর আহত হয়েছে।

আহত হেলাল উদ্দীন নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আহত হেলাল উদ্দীন পাইন্দং ইউপির আব্বাসের বাড়ীর মৃত আব্দুল লতিফের পুত্র।

আজ (৬ডিসেম্বর) সকাল ১০ টায় ফটিকছড়ি- হেয়াঁকো সড়কের ফকিরহাট স্থানে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে,সকালে শিক্ষক হেলাল নিজ বাড়ী থেকে মোটর সাইকেল যুগে স্কুলে যাওয়ার পথে ফটিকছড়ি -হেয়াঁকো সড়কের ফকিরহাট নামক জায়গায় ব্যাপরোয়া
টমটমের সাথে মুখমোখি সংঘর্ষ হলে তাৎক্ষণিক ভাবে আহতের পরিবারকে খবর দিয়ে লোকজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে তাকে প্রেরণ করেন।

আহতের বড় ভাই বেলাল উদ্দীন বলেন,স্কুলে যাওয়ার পথে ফকিরহাটে হেলালের মোটর সাইকেলের সাথে টমটম গাড়ীর ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এখন সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলা ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।