ভালো থেকো প্রিয় | রায়হান আহমেদ তামীম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৪ ২০১৯, ১৪:৫১

তোমার যখন ভাল্লাগে না,
একলা লাগে প্রিয়,
ইচ্ছে হলে চুপটি করে
আমায় ডেকে নিয়ো।
ভালোবেসে আলতো করে
একটু ছুঁয়ে দিয়ো।

প্রিয়!
তোমার যদি একলা লাগে
বুকটা লাগে ভারি,
ভেবে নিয়ো,ভুলছো আমায়
এই ফলটা তার-ই।
ক্যামন করে ভুলবে আমায়
ক্যাম্নে করবে আড়ি?!

প্রিয়!
বলবো না আর ভালোবাসো,
বরং দুঃখ দিয়ো,
অভিমানের পালা শেষে
পাশে ডেকে নিয়ো।
যেমনি করে পাশে থাকে
“জ ঝ ঞ”!

প্রিয়!
আমার সবটুকু সুখ
তোমায় দিবো নিয়ো,
ভালোবাসা নাই-বা দিলে
দুঃখগুলোই দিয়ো।
তবু তুমি ভালো থেকো প্রিয়।

প্রিয়!
হয়নি মিলন,তাই বলে কি
কাঁদবে তুমি,বলো?
আমারও যে ভাল্লাগে না
দু’চোখ ছলোছলো!
চেপে রাখো কষ্টগুলো
ফেলো না আর জল-ও।

প্রিয়!
দূরে গেলেও আপন ভেবে নিয়ো!
আমার নামে,মেঘের খামে
নিত্য চিঠি দিয়ো!
শেষ রাতের ঐ জায়নামাজে
আমার স্মরণ নিয়ো।

ভালো থেকো প্রিয়।
ভালো থেকো প্রিয়।