ভারতীয় গুপ্তচর ড্রোনকে ভূপাপিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৮ ২০২০, ০৬:০৬

নিজস্ব প্রতিবেদক;

‘আইএসপিআর’র মতে পাকিস্তানী সেনাবাহিনী ‘লাইন অব কন্ট্রোল’ (এল ও সি) পাকিস্তান ভূখণ্ডের রাখচিরি সেক্টরে প্রবেশ করা ভারতীয় একটি গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত ড্রোন ভূপাপিত করে।

পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আই এস পি আর) এর সূত্র অনুযায়ী গুপচর ড্রোনটি রাখচিরি সেক্টরে ‘এল ও সি’ এর নিকট ধরা পরে।

‘আইএসপিআর’ এর জারি করা বিবৃতি সূত্রে জানা গিয়েছে, এই উস্কানিমূলক ভারতীয় কোয়াডকপ্টারটি(ড্রোন) গুপ্তচরবৃত্তির জন্যে পাকিস্তানের ভূখণ্ডে প্রায় ৬৫০ মিটার অব্ধি প্রবেশ করে ফেলেছিলো।

‘আইএসপিআর’ এর সূত্রে আরো জানা গিয়েছে যে, গত মাসেও একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ধরা পরেছিলো পাকিস্তানের ভূখন্ডে এবং বিগত বছরে আরো তিনটি ভারতীয় গুপ্তচর ড্রোন পাকিস্তানের ভূখন্ডে ধরা পরে এবং পাকিস্তানি সেনাবাহিনী ‘এল ও সি’ এর নেতৃত্বে সবকটি গুপ্তচর কোয়াডকপ্টার(ড্রোন) ভূপাতিত হয়।

সুত্র: পাকিস্তান সেন্ট্রাল নিউজ