বৃহত্তর মিরপুরের কওমী বোর্ড ইত্তেফাকের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০১৯, ০৩:৪২

আবির আবরার: কওমী ছাত্রদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর উদ্যোগে গতকাল ৭মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল ৷

জানা যায়, ১৪৩৮-১৪৩৯ হিজরী মোতাবেক ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম মারকাযী ইমতিহানে মেধা তালিকায় উত্তীর্ণ ১৭৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ অনুষ্ঠানে ৷

এতে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া৷

এছাড়াও এতে বক্তব্য রাখেন দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতী হযরত মাওলানা মুফতী হাবীবুর রহমান খয়রাবাদী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মোঃ সালমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আবুল বাশার নোমানী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা আব্দুল ওয়াহীদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আবু তাহের জেহাদী, মুফতী হামেদ জাহেরী প্রমুখ৷

মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় ইত্তেফাকেপ এই অনুষ্ঠানে মিরপুরের প্রায় শতাধিক পুরুষ-মহিলা মাদরাসা অংশগ্রহণ করে ৷

এবারের প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় তিন স্তরে (নাজেরা, হিফজ, মিজান) প্রায় ১৭৮৮ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ৷ পাশের হার ৯৫.৫২% ৷ মেধা তালিকায় পুরস্কৃত হয় ১৭৮ জন ৷