বি-বাড়িয়ায় হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে; বাংলাদেশ খেলাফত মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৭ ২০২০, ১১:০৯

বি-বাড়িয়ায় কাদিয়ানীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

নেতৃবৃন্দ বলেন, গতকাল বি-বাড়ীয়ায় মাদরাসার ছাত্রদের উপর হামলা করে যে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করেছে। তা কোনোভাবে সহ্য করা যায় না। এ হামলার সঙ্গে কাদিয়ানী সম্প্রদায়ের যারাই জড়িত তাদের গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে। নেতৃদ্বয় আরো বলেন, কাদিয়ানী সম্প্রদায় মহানবী সা.কে সর্বশেষ নবী মানে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে এদেশের আলেম উলামা ইসলামীদল ও তাওহীদি জনতা দ্বীর্ঘ দিন যাবত আন্দোলন করে আসছে। তারপরেও সরকার তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে নাই। মানুষের প্রাণের দাবী কাদিয়ানীদের অবিলম্বে সরকারীভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

অন্যথায় দেশের আলেম উলামা, ইসলামীদল ও তাওহীদি জনতা রাজপথে নামবে এবং আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারকে বাধ্য করবে।