বিশ্বের সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাস্টিন ট্রুডো

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৫ ২০২০, ০১:৪৫

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্যে দিয়ে শেষ হয়েছে রমজান মাস।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর এক টুইটার ভিডিও বার্তায় সকল মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমানে আমরা সবাই কোভিড ১৯ এর প্রভাবে প্রভাবিত। তবে সকল মুসলিম নিজ নিজ স্থানে নিজের মতো করে ঈদুল ফিতর অবশ্যই পালন করবেন। তিনি আরো বলেন, যদিও প্রতিবারের চেয়ে এবার অনেকটা ভিন্ন ভাবে ঈদুল ফিতর পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে নামাজ পড়ার পর পৃথিবীবাসীর জন্য দোয়া করতে আহবান করেন কানাডার প্রধানমন্ত্রী।

কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সর্বশেষে কানাডায় অবস্থিত সকল প্রবাসী মুসলিমদের প্রশংসা করে বলেন, আমাদের দেশ এতটুকুতেই আসার মধ্যে সকল মুসলিমদের সাহায্য রয়েছে। সেজন্য হলেও আমাদের ঈদুল ফিতর উদযাপন করা উচিত। তাঁর স্ত্রী সোফির পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানান ট্রুডো।