বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে— আব্দুল কাদির সালেহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৮ ২০১৯, ০১:৪২

একুশে জার্নাল ডেস্ক: চীনের উইঘু, ভারতের ঝড়খন্ড, গুজরাট, কর্নাটক, কাশ্মীর সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম জুলুম নির্যাতন চালিয়ে নিঃশেষ করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
গতকাল শনিবার খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংগটনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপের তত্বাবধায়ক অধ্যাপক আব্দুল কাদির সালেহ একথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতি ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাউন্সিলর আলহাজ সদরুজজামান খান বাংলাদেশ থেকে আগত ব্যরিষ্টার আলী হুসাইন।
মুফতি হুসাইন নুরী চৌধুরীর দারসে কোরআনের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা শওকত আলী। সহ সাধারন সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, মাওলানা আব্দুল করিম, আ ফ ম শুয়াইব, আব্দুল করিম উবায়েদ।
বায়তুলমাল সম্পাদক মাওলানা তাঈদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল হাসান খান, দাওয়াহ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ শেখ মুশতার আহমদ, লন্ডন মহানগরী সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক, সেক্র্টারী মাওলানা আনিছুর রহমান, কেম্ব্রীজ সভাপতি মাওলানা নোমান আহমদ। মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ। প্রমুখ।