বিপিএল এর সাতটি দলের মালিক যারা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৬ ২০১৯, ১০:৪২

একুশে জার্নাল ডেস্ক: দেশজুড়ে চলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল যুদ্ধ । আজ চলছে দ্বিতীয় দিনের খেলা। হয়তো এখনো অনেকেই জানেন না কোন দলের কে মালিক। ক্রিকেটপ্রেমীদের জন্য  নিচে বিপিএল এর সাত দলের মালিকদের নাম ও পরিচয় তুলে ধরা হলো।

১. ঢাকা ডায়নামাইটস: এর মালিকানায় রয়েছে বেক্সিমকো গ্রুপ। গ্রুপটির কো ফাউন্ডার এবং বর্তমান সাংসদ সালমান এফ রহমান।

২. সিলেট সিক্সার্স: এর মালিকানায় রয়েছে সিলেট স্পোর্টস লিমিটেড। এর চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

৩. কুমিল্লা ভিক্টোরিয়ানস: এর মালিক পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

৪. রাজশাহী কিংস: এর মালিকানায় রয়েছে রেনেসাঁ গ্রুপ। এ গ্রুপের একাংশের মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

৫. রংপুর রাইডার্স: এর মালিকানায় আছে বসুন্ধরা গ্রুপ। এ গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহান।

৬. খুলনা টাইটান্স  :  এর মালিকানায় আছে জেমকোন গ্রুপ। এ গ্রুপের চেয়ারম্যান বর্তমান আইনপ্রণেতা কাজী ইনাম আহমেদ।

৭. চিটাগং ভাইকিংস: এর মালিক আব্দুল ওয়াহেদ। তিনি ডিবিএল গ্রুপের চেয়ারম্যান।