বিজয় দিবস উপলক্ষে আজকের প্রজন্মের শুভেচ্ছা পত্র

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৬ ২০১৮, ০৫:২২

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতি মহান এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয়ে এদেশের বিজয় অর্জন হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা
পেয়েছি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা
ঘোষণার মধ্যদিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল। তার ঠিক ৯ মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের মধ্যদিয়ে এক বিজয় আমরা অর্জন করেছিলাম।

সেই থেকে আমরা স্বাধীন
একটি রাষ্ট্র, একটি পতাকা পেয়েছি। এমনি এক দিনের প্রতীক্ষায় কেটেছিল বাঙালির
হাজারো বছর। বহু কাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল ইতিহাসের পাতায় যেনো রক্তিম আখরে লেখা এক সংগ্রামের শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্বরণ করছি সেই সকল বীর শহিদদের, যাদের আত্বত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি সোনার বাংলা।

সকলকে বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আজকের প্রজন্মের সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহিদ ও সাধারন সম্পাদক সাইফুল হাসান চৌধুরীসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।