বিচারিক কার্যক্রমে প্রশাসন ও সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ০০:০৬

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: পিরোজপুরের মাননীয় জেলা ও দায়রা জজ কে স্ট্যান্ড রিলিজসহ বিচারিক কার্যক্রমে প্রশাসন ও সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে ৫ মার্চ বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রাজজ ভবনের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন জেষ্ঠ্য আইনজীবী নিলেন্দু দেব।সমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির আনোয়ার হোসেন সুমন।

সমাবেশে বক্তব্য রাখেন- এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রাক্তন সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি, শহীদ্দুজ্জামান চৌধুরী প্রাক্তন সভাপতি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, জেষ্ঠ্য আইনজীবী প্রহ্লাদ চন্দ্র দেব, মুসলেহ উদ্দিন সাবেক সহসভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি,মোহিত লাল ধর, দেলোয়ার হোসেন দিলু সাবেক যুগ্মসম্পাদক সিলেট জেলা আইনজীবী সমিতি,হুমায়ুন রশীদ সোয়েব যুগ্মসম্পাদক সিলেট জেলা আইনজীবী সমিতি, নিতু কান্ত দাশ, জাকিয়া জালাল, মোহাম্মদ মনির উদ্দিন, ফজলুর রহমান শিপু, সৈয়দ কাওছার আহমদ, শামসুদ্দিন আহমদ, সৈয়দ মোহাম্মদ রাহাত, বুরহান উদ্দিন, তাবিদুর রহমান রিপন, রণেন সরকার রণি, খলিলুর রহমান, মহিতোষ দেব মলয়, সুব্রত দাশ, ঝুমকি পুরকায়স্থ, শারমিন আরা সুলতানা, মুহিবুর রহমান, শামসুল আবেদীন, নিরঞ্জন দাশ খোকন।